Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার নির্বাচনকে ভয় পায় বলেই নানা টালবাহানা করছে -অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ৬:০২ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, সরকার নির্বাচনকে ভয় পাচ্ছে। কিন্তু নির্বাচন নিয়ে সরকারের এত ভয় কেন? তাহলে তারা বুঝতে পারছে যে, নির্বাচন ফেয়ার হলে তারা ক্ষমতায় আসতে পারবে না, এজন্য নির্বাচন নিয়ে টালবাহানা করছে। তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশের মানুষ আতঙ্কিত, আদৌ নির্বাচন হবে কিনা। এমন সন্দেহ জনমনে দানা বাধছে। এখন সরকারের উচিত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উদ্যোগ নেয়া। তিনি বলেন, আগামী নির্বাচনে ইসলামের পক্ষে হাতপাখাকে বিজয়ী করতে হবে। এজন্র হাতপাখার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে। 
আজ রাজধানীর কদমতলী থানার মেরাজনগর সুপার মার্কেটের সামনে বিশাল ঈদ পুনমির্লনী সম্মেলন ও ইসলামী সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দলেল ৫৯নং ওয়ার্ড সভাপতি আলহাজ¦ মজিবর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুহা. ফরহাদ হোসেন বেপারীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও মেরাজনগর বড় মাদরাসার মহাপরিচালক আল্লামা রশিদ আহমদ, নগরনেতা এইচএম সাইফুল ইসলাম, নির্মাণ শ্রমিকনেতা মুহাম্মদ আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল জলিল হাওলাদার, আরিফুল ইসলাম, মুহা. শাহীন, আনোয়ার হোসে ন প্রমুখ। অনুষ্ঠানে আহŸান শিল্পীগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ ইসলামী সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
নেতৃবৃন্দ বলেন, অপশক্তি ও অপসংস্কৃতির করাল গ্রাস থেকে ছাত্র ও যুবসমাজকে রক্ষা করতে হবে। এজন্য ভারতীয় নোংরা সংস্কৃতি বন্ধ করে ইসলামী সংস্কৃতি চালু করতে হবে। 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ