পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, মিয়ানমার সরকারের ৬২ বছরে নির্মম উৎপীড়নের শিকার রোহিঙ্গারা শুধু রাজ্য হারা হয়নি, বরং নিজস্ব ভাষা এবং সংস্কৃতিও হারাচ্ছে’ । বিদেশে অভিবাসী থাকতে থাকতে তাদের ভাষার চেতনা ভিন্নমুখী শুরু হয়েছে। এতে রোহিঙ্গাদের নিজস্ব ভাষার স্বাভাবিক বিবর্তন বাধাগ্রস্ত হওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। রোহিঙ্গাদের জাতি ও ভাষার স্বাতন্ত্র্যবোধ ধ্বংস হচ্ছে। এতে তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক সত্ত্বা চরম হুমকির উপক্রম হচ্ছে। বিভিন্ন দেশে অবস্থানরত রোহিঙ্গা উদ্বাস্তুরা সেসব দেশের ভাষা ও সংস্কৃতি অনুশীলনে অভ্যস্ত হয়ে উঠছে। অথচ রোহিঙ্গাদের ভাষা ও সংস্কৃতির উৎস, ইসলামী জীবনদর্শনভিত্তিক মূল্যবোধ। তৌহিদ এর বুনিয়াদ।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের ভাষা, আদর্শ, ঐতিহ্য রীতি-নীতি ও স্বকীয়তা লালন, চর্চা ও অনুশীলনের ক্ষেত্রে সচেস্ট হয়ে, রোহিঙ্গাদের সামগ্রিক চরিত্রে তাদের মানসিক দৃঢ়তার প্রতিফলন ঘটাতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।