বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্বাধীনতার প্রায় অর্ধশত পর সরিষাবাড়ি পৌরসভার ঐতিহাসিক পপুলার মোড় চত্বরে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় শুক্রবার সকালে। সহিদ মাতা জায়েদা বেগমের হাত দিয়ে সরিষাবাড়ি পৌরসভার মেয়র শিল্পপতি রোকনুজ্জামান রুকন এই ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। পরে পপুলার চত্বরে পৌর মেয়র রুকনুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক এড জহুরুল ইসলাম মানিকের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুনুর রশীদ, সরিষাবাড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি ফিরোজ আল মামুন, তেজগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি ও জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আব্দুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মনির উদ্দিন, গিয়াস উদ্দিন পাঠান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন প্রমুখ। সভায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ভুষি প্রশংসা করে বলেন, দেশ উন্নয়নের দ্বারপ্রান্তে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আর একটিবার শেখ হাসিনা ক্ষমতায় যেতে পারে তবে দেখবেন উন্নয়ন কাকে বলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।