Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুষ্ঠানে সামনে বসা নিয়ে হামলায় আহত ১১

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে সামনে বসার জায়গা নিয়ে পৃথক হামলায় ১১ জন আহত হয়েছে। জানা যায়, পুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিডিএম ছাত্রবন্ধু ক্লাব আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের কাছাকাছি চানপুর গ্রামের কয়েকজন কিশোর বসে। বনপাড়া গ্রামের ছেলেরা এ জায়গা দখলে নিতে চাইলে উভয়ের মাঝে তর্ক বাধে। এক পর্যায়ে বনপাড়া গ্রামের লোকজন চানপুর গ্রামের লোকজনের উপর হামলা চালায়। এতে ১০ জন আহত হয় ও পরে গত শুক্রবার চানপুর গ্রামের লোকজনের হামলায় বনপাড়া গ্রামের অপর একজন আহত হয়। আহতদের মাঝে বনপাড়া গ্রামের আনোয়ার ও চানপুর গ্রামের ফয়সেনের অবস্থা আশংকাজনক।
আ.লীগের বর্ধিতসভা
ফুলপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গত শুক্রবার মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সংসদ সদস্য শরীফ আহমেদ, যুগ্ম আহবায়ক এমএ হাকিম সরকার, হাবিবুর রহমান, শশধর সেন ও আ.লীগ নেতা শাহ্ কুতুব চৌধুরী প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুষ্ঠানে সামনে বসা নিয়ে হামলায় আহত ১১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ