Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অঝোর বৃষ্টিতে বিপর্যস্ত সিলেট নগরী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

পেরিয়েছে বর্ষা মৌসুম, শরৎও মাঝামাঝি। এর মধ্যে গত বুধবার রাতে অঝোর বৃষ্টিতে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘ পানিবদ্ধতার সৃষ্টি হয়। অনেক এলাকার সড়কে দেখা দেয় হাঁটু সমান পানি। কিছু কিছু এলাকার দোকানপাট ও বাড়িঘরেও ঢুকে পড়ে পানি।
এতে করে স্থবির হয়ে পড়ে নগরজীবন।
গতকাল বৃহস্পতিবারও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। ফলে জিন্দাবাজার, সুবিদ বাজার, লাভলী রোড, লন্ডনী রোড, কলাপাড়া এলাকায় পানিবদ্ধতা দেখা দেয়। সিলেট সুনামগঞ্জ রোডের পাঠানটুলা-মদিনা মার্কেট-সুবিদবাজার এলাকার প্রধান সড়কে জমে যায় হাঁটু পানি। এতে বিপত্তিতে পড়েন এই সড়কে চলাচলকারী যাত্রী, চালক ও পথচারীরা।
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, নির্বাচনের আগে-পরে অন্তবর্তীকালীন সময়ে সিটি করপোরেশনের কাজের গতি কিছুটা কমে এসেছে। এতে বিভিন্ন বিভিন্ন জায়গায় পলিথিন বা আবর্জনা জমে ড্রেনের মুখ বন্ধ থাকায় এ রকম হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ