রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বগুড়া অফিস
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বগুড়া এডিপির আয়োজনে ১৭-২১ এপ্রিল পাঁচ দিনব্যাপী স্থায়ীত্বশীল উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বিগত ১৯৮৯ সাল থেকে বগুড়া সদর ও শাহাজাহানপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- পরিচালনা করে আসছে। পূর্ব পরিকল্পনা মাফিক এই কর্মকা- আরও আগামী তিন বছর অব্যাহত থাকবে। উক্ত তিন বছরের কর্মকা-ের সঠিক পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করণার্থে বগুড়া এডিপির কর্মএলাকার উন্নয়ন সহযোগী বিভিন্ন অংশীদার (সরকারী-বেসরকারী সংস্থা, স্থানীয় সরকার, স্থানীয় সংগঠন ও স্থানীয় নেতৃবৃন্দ)-এর যৌথ অংশগ্রহণের মাধ্যমে এই কর্মশালাটি আয়োজন করে। কর্মশালার অংশ হিসেবে নির্বাচিত চারটি গ্রামের ছয় শতাধিক মানুষের সাথে দলীয় আলোচনার মাধ্যমে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন, পরিবর্তনের ফলসমূহ ধরে রাখার কৌশল ও ভবিষ্যৎ কার্যক্রমের সুপারিশ গ্রহণ করা হয়। কর্মশালার সমাপনী দিনে সদর উপজেলার নির্বাহী অফিসার শাহানা আকতার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেক্টরভিত্তিক বিভিন্ন দলীয় কার্যক্রম সম্বন্ধে অবগত হন এবং তার বক্তব্যে ওয়ার্ল্ড ভিশনকে উন্নয়নমূলক কর্মকা- পরিচালনা করার জন্য সাধুবাদ ব্যক্ত করেন। সমাপনী অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন কোরিয়ার প্রোগ্রাম কোয়ালিটি অফিসার ইয়ুনহ্া কিম। আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক, জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তাসহ আরও বিভিন্ন সরকারী ও এনজিও এর কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে জার্নালবিডি২৪ এর সম্পাদক ও এটিএন নিউজ এর ব্যুরো চিফ, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক, দৈনিক ইনকিলাব এর ব্যুরো চিফ এবং দৈনিক উত্তরের খবরের নির্বাহী সম্পাদক উপস্থিত থেকে উন্নয়ন কর্মকা-ে মিডিয়ার ভূমিকা এবং সর্বদা পাশের থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।