Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মধুপুরে শিশুধর্ষণ ও হত্যা মামলায় যুবককে মৃত্যুদণ্ড

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১২ এএম

টাঙ্গাইলের মধুপুরে ৮ বছরের শিশু বিথী ধর্ষণ ও হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক খালেদা ইয়াসমিন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি এই রায় ঘোষণা করেন। দন্ডিত যুবকের নাম কামরুল ইসলাম (২৪)। সে মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের মো. সাবাশ আলীর ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি একেএম নাছিমুল আক্তার জানান, ২০১৪ সালের ১৯ মে বিকেল ৫টার দিকে মধুপুরের ভুটিয়া গ্রামের আবুল কালামের শিশু কন্যা বিথীকে (৮) একই গ্রামের সাবাশ আলীর ছেলে কামরুল ইসলাম (২৪) বিথীকে লিচু পেড়ে খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। পরে আকরাচালা বল মাঠের পাশে জঙ্গলে নিয়ে কামরুল বিথীকে ধর্ষণ করে হত্যা করে। পরে বিথীকে খোজাখুজির পর তাকে না পাওয়া গেলে কামরুলকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় বিথী ঢাকায় গেছে। পরে পুলিশ তাকে নিয়ে ঢাকায় যায়। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে কামরুল জানায় তাকে ধর্ষণ ও হত্যা করে ভুটিয়া গ্রামের আকরাচালা বল মাঠের রাস্তার পাশে জঙ্গলে ধর্ষণ এবং হত্যা করে পাতা দিয়ে তার লাশ ঢেকে রাখা হয়েছে। পরে পুলিশ সেখান থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়না তদন্ত প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া যায়।
এদিকে ঘটনার পরদিন ২০মে নিহত শিশুর পিতা আবুল কালাম বাদী হয়ে মধুপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ করে হত্যার অপরাধে কামরুলকে আসামী করে মামলা দায়ের করেন। পরে গ্রেফতারকৃত কামরুল ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। আসামীর উপস্থিতিতে বিজ্ঞ নারী শিশু আদালত এই রায় ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুধর্ষণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ