Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুল পথে অগ্রসর হচ্ছেন তিনি : এইচআরডব্লিউ

সাংবাদিকদের কারাদণ্ডের পক্ষে সু চির সাফাই

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১৩ এএম

মিয়ানমারে বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকদের কারাদণ্ড নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চলার মধ্যে প্রথমবার এই প্রসঙ্গে প্রথম মুখ খুলেছেন দেশটির ডিফ্যাক্টো সরকারের নেত্রী অং সান সু চি। তিনি বলেছেন, ওয়া লোন ও কিয়াও সোয়ে ও আইন ভেঙেছেন আর এর সঙ্গে মত প্রকাশের স্বাধীনতার কোনও সম্পর্ক নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সু চির বক্তব্যের প্রতিক্রিয়ায় মানবাধিকার গ্রুপ হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, তিনি ভুল পথে অগ্রসর হচ্ছেন। গত বছর রাখাইনে সেনা অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার তথ্য সংগ্রহের সময় আটক রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে গত ৩ সেপ্টেম্বর সাত বছরের কারাদণ্ড ঘোষণা করে মিয়ানমারের আদালত। গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্পষ্ট ও বিস্তৃত আইনে গ্রেফতার ও বিচার করে মিয়ানমারের সেনাবাহিনী ও সরকার স্বাধীন সাংবাদিকতাকে রুদ্ধ করার লক্ষ্য নিয়েছে। রয়টার্সের দুই সাংবাদিকদের কারাদণ্ড দেওয়ার সমালোচনা করে তাদের মুক্তির দাবি করেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এত সমালোচনার মধ্যেও নীরবতা বজায় রেখে চলেছিলেন দেশটির নোবেল পুরস্কার জয়ী নেত্রী অং সান সু চি। বৃহস্পতিবার ভিয়েতনামে এক আন্তর্জাতিক অর্থনেতিক সম্মেলনে বক্তব্য রাখার সময়ে প্রথমবার সাংবাদিকদের কারাদণ্ড নিয়ে মুখ খোলেন তিনি। তাদের কারাদণ্ড দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, এই মামলা আইনের শাসনকে সমুন্নত করেছে। সমালোচকদের অনেকেই রায় পড়েননি বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দুই সাংবাদিকের রায়ের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে আর কেনও এই বিচার ভুল তা তুলে ধরারও অধিকার রয়েছে। অবশ্য রাখাইনে সৃষ্ট রোহিঙ্গা সঙ্কট আরও ভালোভাবে সামাল দেওয়া যেত বলেও মন্তব্য করেন তিনি। সু চির এই বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গ্রুপ হিউম্যান রাইটস ওয়াচ। রয়টার্স, এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সু চি

১১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ