Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ বছর পর অভিনয়ে নাফিজা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম | আপডেট : ১২:০৯ এএম, ১৩ সেপ্টেম্বর, ২০১৮

পাঁচ বছর পর অভিনয়ে ফিরছেন অভিনেত্রী নাফিজা জাহান। শেষ দেখার পরে শিরোনামের একটি নাটকের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। এই নাটকে তিনি জুটি বাঁধবেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের সঙ্গে। ২০১৩ সালের মাঝামাঝি সময়ে অভিনয় ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই লাক্স তারকা। সেখানে গিয়ে অভিনয় ছেড়ে স্বামী-সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সম্প্রতি দেশে ফিরেন এই লাক্সকন্যা। দুমাস দেশে থাকবেন বলে জানান তিনি। নাফিজা বলেন, পাঁচ বছর পর দেশে ফিরে ভালো লাগছে। পরিবারের সবার সঙ্গে আগামী দুমাস সময় কাটাবো। এরমধ্যে ভালো লাগার মতো গল্প ও চরিত্র পেলে নাটক-টেলিছবিতে অভিনয় করবো। যে সময়টুকু দেশে থাকবো সেটি একটু ভালোভাবেই কাটাতে চাই। লাক্স-চ্যানেল আইর মাধ্যমে ২০০৬ সালে মিডিয়ায় প্রবেশ করেন মডেল ও অভিনেত্রী নাফিজা জাহান। এরপর থেকে আর তাকে পেছন ফিরতে হয়নি। পর্দায় নিয়মিত অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তারপর হঠাৎ করেই আমেরিকা প্রবাসীকে বিয়ে করে অভিনয়ে বিরতি টানেন। অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিয়মিত ছিলেন তিনি।



 

Show all comments
  • rasel ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৪১ এএম says : 0
    nafeza is good actor, i like him if i wanted his phone number i took him best of luck.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাফিজা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ