Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষণ অব্যাহত

রাঙ্গামাটিতে সর্বোচ্চ ১২৭ মিমি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ স্থানে গতকাল (বুধবার) হালকা থেকে মাঝারি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ও অতিভারী বর্ষণ হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাঙ্গামাটিতে ১২৭ মিলিমিটার। এ সময় ঢাকায় ১৫, চট্টগ্রামে ৪২, কুতুবদিয়ায় ৬৩, নোয়াখালীতে ৪১, কুমিল্লায় ১৮, সিলেটে ৩৯, বগুড়ায় ৯, রংপুরে ৩২, খুলনায় ১৯, বরিশালে ২ মিমি, নেত্রকোনায় ১৩ মিমিসহ দেশের অনেক জায়গায় বৃষ্টিপাত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার কিচুটা পরিবর্তন এবং এর পরের ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
ভারী বর্ষণের সতর্কতা
আবহাওয়া বিভাগ জানায়, মৌসুমী বায়ু সক্রিয় থাকার ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিমি) থেকে অতিভারী (৮৯ মিলিমিটারের ঊর্ধ্বে) বর্ষণ হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ