প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : দেশের প্রতিভাবান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায় ও দুই বাংলার দুই প্রখ্যাত বাচিক শিল্পী রতœা মিত্র (কলকাতা), শিমুল মুস্তাফা (বাংলাদেশ) কে নিয়ে এক ত্রয়ী সুর আর কাব্য সন্ধ্যার আয়োজন করেছেন আমরা সূর্যমুখী। ‘গান কবিতার ছায়াতলে’ শিরোনামের এই অনুষ্ঠানটি আগামী বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হবে। মূলত কলকাতার আবৃত্তি শিল্পী রতœা মিত্রের সাথে শিল্পী অণিমা রায়ের একটি যৌথ অ্যালবাম প্রকাশের পর এই অনুষ্ঠানটি আয়োজনের উদ্যোগ নেয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সংবিধান বিশেষজ্ঞ ব্যরিস্টার এম আমীর-উল-ইসলাম। অনুষ্ঠানটি প্রসঙ্গে আয়োজক আমরা সূর্যমুখীর সমন্বয় সম্পাদক শফিকুল ইসলাম সেলিম বলেন, ‘শিল্পী অণিমা রায়ের একক সঙ্গীতানুষ্ঠান আয়োজনের উদ্যোগ ছিল অনেক দিনের। সেই লক্ষেই অনুষ্ঠানটি সাজানো। সাথে আবৃত্তির একটি সংযোগ করেই আমরা সাজালাম এ গান কবিতার ছায়াতলে অনুষ্ঠানটি। আশা করছি সবার জন্য উন্মুক্ত এই অন্ষ্ঠুানটি রবীন্দ্রপ্রেমী শ্রোতাদের জন্য দারুণ উপভোগ্য হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।