Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবির ভূগোল ও পরিবেশ বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ

শিক্ষার্থীদের জিম্মি করে চলছে শিক্ষকদের ‘নোংরা’ রাজনীতি

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৮, ৫:০৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে শিক্ষক রাজনীতির যাতাকলে বন্ধ রয়েছে বিভাগের ক্লাস-পরীক্ষা। ঠুনকো অযুহাতে গত ৩ সেপ্টেম্বর থেকে অঘোষিতভাবে ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছেন না বিভাগের শিক্ষকদের বেশিরভাগ অংশ। শুধুমাত্র তিনজন শিক্ষক ক্লাস নিচ্ছেন। ফলে শিক্ষকদের অভ্যন্তরীণ ‘নোংরা’ রাজনীতিতে জিম্মি হয়ে ছাত্রজীবন নিয়ে শঙ্কায় পড়েছেন বিভাগের প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী। ঝুলে রয়েছে বিভাগের ৪২ ব্যাচের ¯œাতকোত্তরের চুড়ান্ত পরীক্ষা। 

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিভাগটির কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘শিক্ষকরা নিজেরা দ্বন্দে লিপ্ত হয়ে আমাদের ক্লাস-পরীক্ষা নিচ্ছেননা। এভাবে চলতে থাকলে আমরা দীর্ঘ সেশন জটে পড়ে যাব। আমরা আশা করছি শিক্ষকরা শিগগিরই একটি সমাধানে এসে ক্লাসে ফিরে আসবেন। আমাদেরকে আর ক্ষতিগ্রস্থ করবেননা।’
এদিকে বিভাগটির আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, ‘তাদের দাবি অনুযায়ী একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করলেই তারা ক্লাসে ফিরে যাবেন। আর নয়তো তারা তাদের কর্মসূচী চালিয়ে যাবেন।’
এ বিষয়ে বিভাগের কয়েকজন শিক্ষক বলেন, ‘আদালতের নির্দেশনায় বিভাগের সভাপতির দায়িত্ব নিয়েছেন অধ্যাপক মো. মনজুরুল হাসান। দীর্ঘ দিন পর তিনি সভাপতি হয়ে, বিভাগীয় শিক্ষকদের ওপর প্রতিশোধ পরায়ণ আচরণ শুরু করে একাডেমি সভা ডাকছেন না। অথচ নিয়ম অনুযায়ী প্রতি মাসে অন্তত একটি একাডেমিক কাউন্সিলের সভা হওয়ার কথা। কিন্তু সভাপতির দায়িত্ব নেয়ার পরে তিনি এখনো কোন সভা ডাকেনি। যার কারণে বিভাগের শিক্ষকদের নতুনভাবে কোর্স বন্টন করা সম্ভব হচ্ছেনা। এছাড়া ২০১৮-১৯ সেশনের ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও ঝুলে আছে।’
তবে বিভাগের সভাপতি অধ্যাপক মো. মনজুরুল হাসান বলেছেন, ‘বিভাগটির উইকেন্ড মাস্টার্স কোর্সের অর্থিক লেনদেনে একটি ফাইলে গড়মিল রয়েছে। তাই তিনি ওই ফাইলটি সাক্ষর করেননি। এতে ক্ষিপ্ত হয়ে অন্য শিক্ষকরা ক্লাস-পরীক্ষা নেওয়া থেকে বিরত আছেন।’
তিনি আরো বলেন, ‘শিক্ষকরা যে ক্লাস-পরীক্ষা নিবেন না, সেটা আমাকে তারা লিখিতভাবে জানায়নি। শিক্ষার্থীদের জিম্মি করে যদি শিক্ষকরা ক্লাস-পরীক্ষা না নেয় তবে সেটা হবে অমানবিক। তিনি আরো বলেন, আমি বিভাগের সব কিছু বুঝে ‘যৌক্তিক সময়ে’ একাডেমিক সভা আহবান করবো।’
বিভাগটির শিক্ষকদের এমন অভ্যন্তরীণ কোন্দলে জিম্মি হয়ে পড়েছে বিভাগের শিক্ষার্থীরা। প্রতিদিন বিভাগের গিয়ে ক্লাস না পেয়ে ফিরে যাচ্ছেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন- শিক্ষার্থীরা ভোগান্তির শিকার না হয়।’
এদিকে জানা যায়, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষকদের এই কোন্দল শুরু হয়েছিল ২০১৫ সালের শেষের দিকে। তখন বিভাগের ৩৭ তম ব্যাচের ¯œাতকোত্তর পরীক্ষায় সভাপতির দায়িত্বে ছিলেন অধ্যাপক মনজুরুল হাসান। নির্দিষ্ট সময়ে তিনি পরীক্ষা শুরু করতে না পারায় তাকে অপসারণ করা হয়। এতে মনজুরুল হাসান বিভাগ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট করেন। আর এ ঘটনায় বিভাগীয় সভায় তাকে ২০১৫-১৬ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষাসহ বিভাগের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল জব্বার হাওলাদারকে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্লাস-পরীক্ষা বন্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ