বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল (সোমবার) বিকেলে এক বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটির কথা জানানো হয়। নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম।
যুগ্ম আহ্বায়ক হয়েছেন পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. লুৎফর রহমান ও মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোর্শেদ হাসান খান। কমিটি গঠনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ বলেন, শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ে আমরা সোচ্চার থাকবো। এর আগে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে প্রায় দুই ঘন্টাব্যাপী সাদা দলের এক সভা হয়। এতে সভাপতিত্ব করেন সাদা দলের সাবেক আহ্বায়ক প্রফেসর ড. আকতার হোসেন খান। এসময় অন্যান্যের মধ্যে সাদা দলের সাবেক আহ্বায়ক প্রফেসর ড. সিরাজুল ইসলাম, ড. মুজাহিদুল ইসলাম, ড. লায়লা নূর ইসলাম, ড. আশরাফুল ইসলাম চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ
ছিদ্দিকুর রহমান খান, আনিসুর রহমান, ড. মাহমুদ ওসমান ইমাম, জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রফেসর ড. মামুন আহমেদ, প্রফেসর মো: লুৎফর রহমান, ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ড. মো: মোশাররফ হোসেন ভুইয়া, প্রফেসর তাহমিনা আক্তার টফি, ড. দিলীপ কুমার বড়–য়া, ইসরাফিল রতন প্রামাণিক, দেবাশীষ পাল, গোলাম রাব্বানী, আমান উল্লাহ ফেরদৌস, প্রফেসর মো: মোহেদী হাসান খান, এএএম কাওসার হাসান, রাশিদ মাহমুদ, মো: আলমগীর হোসেন, ড. এএসম সালাহউদ্দিন, শাহ শামীম আহমেদ, ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ড. মোহাম্মদ হাসানুজ্জামান, প্রফেসর ইসমাঈল, মাহবুব উদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম, প্রফেসর হেলাল উদ্দিন, অনুপম হুদা, টগর, প্রফেসর সালমা বেগম, সাবিরনা শাহনাজ, মোক্তার আলী, আল আমিন, দাউদ খান, শাহনুর, ন‚রুল আমিন (শিশির) সহ প্রায় দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।