Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ ছাত্রী আহত, রাস্তা অবরোধ

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ৫:৪৩ পিএম

সিলেটের তাজপুর-বালাগঞ্জের সড়কের বোয়ালজুড় বাজার এলাকায় অটোরিকশার (মৌলভীবাজার-থ-১১-৫২৮১) আঘাতে বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের ৫ জন ছাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন, বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী কলছুমা বেগম, আয়শা বেগম, তানজিনা বেগম, সোহেনা বেগম ও তাওহিদা বেগম। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকাল ৩টার দিকে বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের সামনে। ঘাতক চালক ও গাড়ি আটক করেছে পুলিশ।
শিক্ষার্থী ও স্থানীয় জনতা তাৎক্ষণিক প্রতিবাদে তাজপুর-বালাগঞ্জ সড়কটি প্রায় ১ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় যাত্রী সাধারণ সমস্যায় পড়েন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে সুষ্ট বিচারের আশ্বাস দিলে অবরোধ তোলে নেয় শিক্ষার্থীরা।
বালাগঞ্জ থানার ওসি এসএম জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক চালক ও অটোরিকশা আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ