Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

চৌদ্দগ্রামে ১৮ দিনেও সন্ধান মিলেনি স্কুলছাত্র জাহিদের

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে জাহিদ হাসান নামের দশম শ্রেণী পড়–য়া এক স্কুল ছাত্র ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার সন্ধান না পেয়ে পিতা রুস্তম আলী ও মাতা রেহানা বেগমসহ পরিবারের লোকজনের কান্না থামছে না।
জানা গেছে, পৌর এলাকার পূর্ব চান্দিশকরা গ্রামের রুস্তম আলীর ছেলে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র জাহিদ হাসান (১৭) গত ৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি (০১৭২৭৯৮৪৫০১) বন্ধ রয়েছে। গত ১৬ এপ্রিল শনিবার মোবাইল ফোনটি খোলা থাকলেও কেউ তা রিসিভ করেনি। বর্তমানে সেটি বন্ধ রয়েছে। জাহিদ নিখোঁজের পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এব্যাপারে তার বড় ভাই কামরুল হাসান বাদি হয়ে গত ২১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৭৫৬) করেছেন। কোন স্বহৃদয়বান ব্যক্তি জাহিদ হাসানের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় বা ০১৮৪৩৬৪৬৭৩০ নাম্বারে যোগাযোগ করতে তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চৌদ্দগ্রামে ১৮ দিনেও সন্ধান মিলেনি স্কুলছাত্র জাহিদের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ