Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চকরিয়ার মাতামুহুরি নদীতে ধরা পড়ে দেড়মন ওজনের শুশুক মাছ

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৪ পিএম | আপডেট : ১২:০৬ এএম, ১০ সেপ্টেম্বর, ২০১৮

চকরিয়ায় মাতামুহুরি নদীর চর এলাকা থেকে ধরা পড়েছে দেড় মণ ওজনের বিরল প্রজাতির একটি শুশুক মাছ। হাঙ্গর প্রজাতির এই মাছটি রবিবার (৯সেপ্টেম্বর) বিকেলে চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নস্থ মানিকপুর বাজারের নিচে মাতামুহুরি নদীর চর এলাকায় স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর পানি থেকে লোকজ বিশাল আকারের এ মাছটি ওপরে তুলে নিয়ে আসে। এটি আকারে দৈর্ঘ্য সাত ফুট, ওজন দেড় মণ (৬০কেজি)।

বড় মাছ উদ্ধারের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমায়।

তবে এটি বিক্রি করতে বাজারে নিয়ে গেলে কোন ধরণের ক্রেতা না পাওয়ায় মাটিতে পুঁতে ফেলা হয়।

শুশুক ডলফিন প্রজাতির একটি স্তন্যপায়ী জলজ প্রাণী।

এগুলো সমুদ্রের লবণাক্ত ও মিষ্টি পানিতে দেখা যায়। অনেক সময় সমুদ্রের জোয়ারের পানিতে মাতামুহুরি৴ নদীতে ওই শুশুক মাছ চলে আসতে পারে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ