Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপ্তির কন্ঠে তুমি ছাড়া কেহ নাই

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

‘মন যদি’খ্যাত শিশু শিল্পী সুপ্তির সম্প্রতি ‘স্বাধীনতা’ ও ‘আমি আমার গল্প’ গান দুটি বেশ আলোচনায় আসে। এবার সুপ্তি এলেন ফোক ধারার গান নিয়ে। গানটির শিরোনাম ‘তুমি ছাড়া কেহ নাই’। গানটি কবি রোকসানা মজুমদার সুখীর একটি গীতি কবিতা অবলম্বনে করা হয়েছে। এটিতে সুর দিয়েছেন নাজির মাহামুদ এবং সংগীতে মুসফিক লিটু। গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নির্জন আহমেদ। গানটি প্রসঙ্গে নাজির মাহমুদ বলেন, সুপ্তির এই গানটি সবার ভালো লাগবে। আজকের এই খুদে সুপ্তি আগামী দিনে একজন বড় মাপের শিল্পী হবে। সংগীতাঙ্গন একজন দারুন প্রতিভাবান শিল্পী পাবে বলে আমি মনে করি। সুপ্তি বলেন- এই গানটির কখা ও সুর অন্য রকম। প্রথমবারের মত ফোক ধারার গান করেছি। আমি ক্তৃজ্ঞতা জানাই সুখী ম্যামকে এবং শ্রদ্ধেয় নাজির মাহামুদকে এমন সুন্দর একটি গান আমাকে গাইবার সুযোগ দেয়ার জন্যে’। গত ৭ সেপ্টেম্বর গানটির মিউজিক ভিডিও সুপ্তি মিউজিকের অফিসিয়াল চ্যানেল সুপ্তি মিউজিক ষ্টেশন থেকে প্রকাশিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপ্তির কন্ঠে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ