বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ আঞ্চলিক অফিস : বিদ্যুতের তার কাটতে গিয়ে ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন আব্দুল্লাহ ও নাসির নামের দুই চোর। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় আহত দুই চোরকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় স্থানান্তরিত করা হয়েছে।
আর এ ঘটনায় ময়মনসিংহ শহর ১৩টি উপজেলা প্রায় ৬ ঘন্টা ছিল বিদ্যুৎবিহীন। এ সময় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠে জনজীবন। পরে ভোর ৫টা ১৯ মিনিটে বিদ্যুৎ সংযোগ চালু হয়।
ময়মনসিংহ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান জানান, নগরীর কেওয়াটখালী পাওয়ার গ্রিডের বিদ্যুতের তার কাটতে গিয়ে ওই দুই চোর বিদ্যুৎস্পৃষ্ট হলে নগরীসহ ১৩টি উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, আহত অবস্থায় প্রথমে ওই দুই চোরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।