Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পা ভেঙ্গে আহত হলেন উপস্থাপক শফিউল আলম বাবু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সিঁড়ি থেকে পড়ে পা ভেঙ্গে গেল উপস্থাপক, অভিনেতা, সাংবাদিক শফিউল আলম বাবুর। ঘটনাটি ঘটেছে গত ৬ সেপ্টেম্বর রাত ১০টায়। বিনোদন সাংবাদিক রিমন মাহফুজের জন্মদিনে তার পত্রিকা অফিসের কার্যালয় বনানীতে সন্ধ্যার পর জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য ছাড়াও শোবিজের অনেকেই উপস্থিত ছিলেন। উপস্থাপক, অভিনেতা শফিউল আলম বাবুও সস্ত্রীক এসেছিলেন। অনুষ্ঠান শেষে অসাবধানতাবশত সিঁড়ি থেকে পড়ে যান। বাঁ পায়ের গোড়ালির উপর থেকে তার পা ভেঙ্গে যায়। পাশেই ছিলেন উপস্থাপক আনজাম মাসুদ। তিনি দ্রুত তাকে নিয়ে মহাখালী আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে বাবুকে নানা চেকআপ করে রাতেই প্রাথমিক অপারেশন করা হয়। চিকিৎসক বললেন, তার পায়ের অবস্থা মারাত্মক। সপ্তাহ খানেক পর তার বড় ধরনের অপারেশন করাতে হবে। ডা. খন্দকার এহতেশাম আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) দেলোয়ার হোসেনের অধীনে চিকিৎসাধীন আছেন শফিউল আলম বাবু। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোওয়া চেয়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শফিউল আলম বাবু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ