Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দুবালা চলচ্চিত্রের মহরত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

নাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইন্দুবালা’। চলচ্চিত্রের মূল গল্প এবং চিত্রনাট্য তৈরি করেছেন মাসুম আজিজ। চলচ্চিত্রটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা জয় সরকার। চলচ্চিত্রটির মহরত উপলক্ষে সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নাজ, পরিচালক জয় সরকার, অভিনেতা ফজলুর রহমান বাবু, আনিসুর রহমান মিলন, সুরকার প্লাবন কোরেশী, শিল্পী এফ এ সুমন, অভিনেত্রী শামীমা নাজনীন, পায়েলসহ আরও অনেকে। ‘ইন্দুবালা’ চলচ্চিত্রে অভিনয় করবেন আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, শহিদুল আলম সাচ্চু, মাসুম আজীজ সাদেক বাচ্চু, শামীমা নাজনীন নবাগতা পায়েল, আশিক চৌধুরী, সাজু আহমেদসহ আরও অনেকে। চলচ্চিত্রের চিত্রগ্রহণ করবেন এস এম আজহার। চলচ্চিত্রের জন্য গান লিখেছেন প্লাবন কোরেশী, দেলোয়ার আরজুদা শরফ ও সুদীপ কুমার দ্বীপ। গানের সুর করেছেন প্লাবন কোরেশী, আলী আকরাম শুভ ও অভি আকাশ। গানগুলোতে কণ্ঠ দেবেন ফকির শাহাবুদ্দিন, সালমা, এফ এ সুমন, বেলাল খান, পুলক ও সনিয়া রমা। পরিচালক জানান, জয়পুরহাট গাজীপুরসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে চলচ্চিত্রের চিত্রগ্রহণ করা হবে। এক অবহেলিত নারীর জীবন সংগ্রাম এবং সংগ্রাম শেষে তার সাফল্যের কাহিনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘ইন্দুবালা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দুবালা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ