Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত হলো খায়ারুল ওয়াসীর সুখপাখি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চ্যানেল আই-এর আয়োজনে লোকগানের রিয়েলিটি শো ‘বাংলার গান’ থেকে উঠে আসা খায়রুল ওয়াসীর প্রথম গানের অ্যালবাম ‘গোপন প্রেম’ ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) থেকে প্রকাশিত হয় এ বছর মার্চ মাসে। তিনটি লোকগান দিয়ে সাজানো হয়েছিলো সেই ইপি অ্যালবামটি। অ্যালবামের একটি গান ‘সুখপাখি’। এবার এই ‘সুখপাখি’ গানটির ভিডিও নিয়ে হাজির হচ্ছেন প্রতিভাবান কন্ঠশিল্পী খায়রুল ওয়াসী। ভিডিও প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ডিএমএস, তাদের ফোক গানের ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক কটেজে প্রকাশ করে গানটি। গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। সুর করেছেন খায়রুল নিজেই আর সংগীতায়োজন করেছেন সজীব দাস। পুরান ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন আবিদ হাসান। ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে মডেল অভিনেতা ফারহানকে। তার সাথে জুটি বেধেছেন মডেল লামিমা লাম। থাকছে খায়রুল ওয়াসীর উপস্থিতিও। খায়রুল ওয়াসী বলেন, ‘ক্যারিয়ারের শুরুতেই ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে আমার প্রথম অ্যালবাম প্রকাশিত হয়েছে। এটা সত্যিই আমার জন্য অনেক বড় পাওয়া ছিলো। এবার আসছে ভিডিও গান। গানটির অডিও-ভিডিও অনেক যত্ম নিয়ে করেছি আমরা। আশা করছি, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খায়ারুল ওয়াসী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ