Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মায়ের সঙ্গে অভিনয়ে আগ্রহী শ্রুতি হাসন

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অভিনেত্রী শ্রুতি হাসন জানিয়েছেন তার মা সারিকার সঙ্গে একটি ফিল্মে অভিনয় করার সুযোগ পেলে তার ভাল লাগবে। “আমি আমার মায়ের সঙ্গে অভিনয় করতে চাই। আমরা একটি প্রডাকশন হাউস চালাই, সবে এর কাজ শুরু করেছি। বাবার সঙ্গে আমি কয়েকবার কাজ করেছি, এবার মায়ের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলে আমার ভালই লাগবে,” শ্রুতি এক সাক্ষাতকারে বলেন। দক্ষিণ ভারত এবং বলিউড তারকা কমল হাসন শ্রুতির বাবা। দুই দক্ষ অভিনয়শিল্পীর সন্তান হিসেবে সব সময় ক্যামেরার সামনে ভাল পারফর্ম করার জন্য শ্রুতির ওপর কি কখনও মানসিক চাপ ছিল? “না, এই জীবন আমারই, আমি তাদের সন্তুষ্ট করতে চেয়ে এসেছি আর আমি জানি আমি যে পরিশ্রম করে কাজ করে যাচ্ছি তাতে তারা আমাকে নিয়ে গর্ব বোধ করে। আমি বরাবরই আমার মনের তাগিদ অনুসরণ করেছি কারণ তুলনার সঙ্গে প্রতিযোগিতায় নামা আমার জন্য সত্যিই অসম্ভব। আমার বাবা আর মা দুজনই চার বছর বয়সে কাজ শুরু করেছেন, সুতরাং তাদের কাছাকাছি পৌঁছা দুরূহ ব্যাপার,” তিনি বলেন। ৩২ বছর বয়সী অভিনেত্রীটি জানান তুলনাকে তিনি আমলে আনেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রুতি হাসন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ