Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবির ভর্তি পদ্ধতি আসছে পরিবর্তন মাদরাসার শিক্ষার্থীদের জন্য থাকছেনা কোন বৈষম্য

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৪৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতিতে আনা হয়েছে পরিবর্তন। এর কারণে কোন রকম ঝামেলা ছাড়াই ঘরে বসে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন শিক্ষার্থীরা। এবারের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই সুযোগ গ্রহণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান বিষয়গুলো জানিয়েছেন। এসময় তিনি আরো বলেন, ‘এখন আর ভর্তি পরীক্ষায় নির্বাচিত কোনো শিক্ষার্থীকে ভর্তি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না। তারা যেমন ভর্তির আবেদন বাসায় বসে বা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করেছে, ঠিক তেমনি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও বাসায় বসে ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করতে পারবে। কোনো অভিভাবক বা শিক্ষার্থীকে আর বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না। কোনো শিক্ষার্থী চাইলেও বিশ্ববিদ্যালয়ে এসে আর ভর্তি হওয়ার সুযোগ থাকছে না।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যাতে শিক্ষার্থীরা কোনো হয়রানি ছাড়াই খুব সহজেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এ লক্ষ্যকে সামনে রেখে এ বছর থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ফিসহ বিভিন্ন ফি এবার একসাথে নেওয়া হবে। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে একটি অ্যাকাউন্ট নম্বর (রকেট বা বিকাশ) দেওয়া হবে। সে নম্বরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফি পাঠিয়ে দিবে।’
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদে (সি ইউনিট) মাদরাসার শিক্ষার্থীদের জন্য থাকছেনা আলাদা কোন ক্যাটাগরি। এবছর থেকে মাদরাসার শিক্ষার্থীরা কলেজের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগীতা করে চান্স পেলেই ভর্তি হতে পারবেন। এমনটাই জানিয়েছেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক।
প্রসঙ্গত, পূর্বের বছরগুলোতে মাদরাসার শিক্ষার্থীরা অভিযোগ করে আসছেন, কলা ও মানবিকী অনুষদের বিভাগগুলোতে ভর্তির ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। কারণ ভর্তি পরীক্ষায় তাদের ফলাফল ‘অন্যান্য’ নামের ক্যাটাগরিতে প্রকাশ করা হতো। যেই ক্যাটাগরিতে প্রতিটি বিভাগে মাদরাসার দুই থেকে তিনজন ছেলে-মোয়েকে ভর্তির সুযোগ দেওয়া হতো। যার কারণে দেখা যেত মাদরাসা থেকে আসা শিক্ষার্থীরা বেশি নম্বর পেয়েও ভর্তি হতে পারতোনা।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ১১ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবির


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ