রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার শিমুল বাড়ী এস, কে, এম, এইচ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন, ব্রেকিং বেরিয়ার্স ফর চিলড্রেন (বিবিসি) ওয়ার্ল্ড কনসার্ন্স বাংলাদেশ। অনুষ্ঠানটি পালনে একটি বর্ণাঢ্য র্যালি এলাকার বিশেষ বিশেষ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত কুমার বাড়ৈ এর সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস,এম মাহফুজুর রহমান, বিশেষ অতিথি কলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি চারুচন্দ্র গাইন, অন্যান্যদের মধ্যে ব্রেকিং বেরিয়ার্স ফর চিলড্রেন (বিবিসি) প্রোগ্রাম ম্যানেজার ফ্রান্সিস তমাল হালদার, প্রোগ্রাম অফিসার পরাগ পান্ডেসহ এলাকার গণ্যমান্য সচেতন নাগরিক এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। এর আগে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পরে মঞ্চে বাল্য বিবাহ প্রতিরোধের উপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।