Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাম্বুরি পার্কের উদ্বোধন আজ

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

নগরীর আগ্রাবাদে অত্যাধুনিক দৃষ্টিনন্দন জাম্বুরি পার্কের নির্মাণ কাজ শেষ হয়েছে। আজ (শনিবার) পার্কের উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আগামীকাল থেকেই দর্শনার্থীদের উন্মুক্ত করে দেওয়া হবে এ পার্কটি। ২০ কোটি টাকা ব্যয়ে পার্কটি গড়ে তুলেছে গণপূর্ত অধিদফতর। ওয়াকওয়ের বিশেষ সুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন দর্শনার্থীরা।
স্থাপত্য অধিদফতরের নকশায় দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ হয়েছে জাম্বুরি পার্কের। সোনালু, নাগেশ্বর, চাঁপা, রাধাচূড়া, বকুল, শিউলি, সাইকাস, টগর, জারুলসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে পার্কে। নিরাপত্তার জন্য ১৪টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। পার্কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং পার্কের ভিতর কোনো ধরনের দোকানপাট থাকবে না। প্রায় আট একর জমিতে পার্কটিতে গড়ে তোলা হয়েছে সাড়ে তিন ফুট গভীরতার অনেকটা অ্যামিবা আকৃতির বিশাল লেক।
লেকের ধারেই পার্কের মধ্যবর্তী স্থানে স্থাপন করা হয়েছে সুবিশাল ফোয়ারা। ওয়াকওয়েগুলোর স্বল্প পরিসরে রাখা হয়েছে বসার স্থান। লেকের ধার দিয়ে চলে গেছে পায়ে চলার পথ, যা ব্যায়াম ও হাঁটার উপযোগী। রয়েছে ড্যান্সিং লাইট, দৃষ্টিনন্দন পানির ফোয়ারা ও একাধিক ঝরনা। নির্মিত হবে ক্যাফেটেরিয়া, আকর্ষণীয় গøাস ব্রিজসহ ১৩৮টি সিটিং বেঞ্চ। থাকবে গণশৌচাগার ও গভীর নলকূল। রয়েছে দৃষ্টিনন্দন সীমানা প্রাচীর ও ছয়টি প্রশস্ত গেট। আছে গাড়ি পার্কিং ব্যবস্থাও।
বৃষ্টি বা জোয়ারে নিয়মিত প্লাবিত হয় ওই এলাকা। এ বিষয়টি মাথায় রেখে সড়কগুলো উঁচু করা হয়েছে।



 

Show all comments
  • Imran ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪১ পিএম says : 1
    Koto din thakbe porishkar ? Ke korbe dekh val ? 1/2 masher moddye shonar chelera baper shomptti banie dokhole nibe !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাম্বুরি পার্ক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ