পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শিক্ষকদের উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা.খান আবুল কালাম আজাদ বলেছেন,আপনারা ক্লাসের শেষ ৫ মিনিট পড়ালেখার বাইরে কথা বলবেন। তাদের (শিক্ষার্থীদের) আচরণ, নীতি- নৈতিকতা শেখাবেন। তাদের মানুষ হওয়ার সুযোগ করে দেবেন। গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ থেকে ডিগ্রিপ্রাপ্ত মাইক্রোবায়োলজিস্টদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ আহŸান জানান। অধ্যাপক আজাদ বলেন, এখানকার সবাই শিক্ষক। আমি আপনাদের বলবো, আচরণ, নীতি নৈতিকতা শেখাবেন। আমরা ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি তৈরি করবো কিনা, কর্মপন্থা ঠিক করবো। তবে কোয়ালিটির বিষয়ে কোনো আপোস করবো না। যেন দেশকে সত্যিকার অর্থে জীবাণুমুক্ত করতে পারি।
ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্তদের এই পুনর্মিলনী আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। মাইক্রোবায়োলজি বিভাগ আয়োজিত এ অনুষ্ঠান বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষকদের পদচারণায় মুখর ছিল। বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এস এম সামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ডা. নাইমা মোয়াজ্জেম,ডা.নাদিরা আক্তার আমির, অধ্যাপক কে জেড মামুন, অধ্যাপক কে এম শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।