Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুলুম বন্ধ করে খালেদা জিয়াকে মুক্তি দিন

সিলেটে ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব বলেছেন, দেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি রেখে ক্যামেরা ট্রায়েলের মাধ্যমে আমানবিক নির্যাতন করে যাচ্ছে সরকার।
দেশের জনগণের আশা-আকাঙ্খা অনুযায়ী অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি না কওে; উল্টো গণতান্ত্রিক পরিবেশ ঘোলাটে করে বর্তমান সরকার আবারো একতরফা নির্বাচন করার অসৎ উদ্দেশ্যে বিচার বিভাগ ও আমলা প্রশাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। যা গণতন্ত্রের জন্য শুভ নয়। তিনি দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়ার ওপর জুলুম বন্ধ করে অবিলম্বে মুক্তির প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
অ্যাডভোকেট রকিব বৃহস্পতিবার বিকেলে সুরমা মার্কেটস্থ দলীয় কার্যালয়ে ইসলামী ঐক্যজোট সিলেট জেলা শাখা আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জেলা সভাপতি শায়খুল হাদীস মুফতী মাওলানা আব্দুল কারিম হাক্কানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াছ বিন রিয়াছত এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলার সহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম শিকদার, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা জুবের আনছারী, মাওলাা মজির উদ্দিন, মাওলানা আব্দুর রহিম, জাহির উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের দাবিতে সোচ্চার হওয়ার জন্য দেশের সকল ইসলামী রাজনৈতিক দলসমুহের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ