Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাগজবিহীন ইলেকট্রনিক নিবন্ধন চালু করেছে রবি

| প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে ইলেকট্রনিক টেলিকম সাবস্ক্রাইবার অ্যাকুইজিশন ফর্ম-নির্ভর (ইটিএসএএফ) কাগজবিহীন নিবন্ধন প্রক্রিয়া চালু করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে কাগজবিহীন ইলেকট্রনিক নিবন্ধন প্রক্রিয়া একটি মাইলফলক অর্জন। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে রবি। রাষ্ট্রের সাথে তাদের নাগরিকদের সম্পর্ক স্থাপনের জন্য ডিজিটাল আইডি ব্যবহার করার ব্যাপারে বিশ্বের অনেক দেশ এখনও পরিকল্পনার পর্যায়ে আছে। সেখানে কাগজহীন ই-নিবন্ধন প্রক্রিয়া বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করেছে যা একটি লক্ষ্যনীয় অগ্রগতি। এর ফলে সিম নিবন্ধন প্রক্রিয়াটি ডিজিটাল প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ হলো। প্রাথমিকভাবে গ্রাহকরা নতুন সিম নিবন্ধন ও সিম প্রতিস্থাপনের ক্ষেত্রে সেবাটি উপভোগ করতে পারবেন। পরবর্তীতে ইলেকট্রনিক নিবন্ধনের মাধ্যমে সিমের মালিকানা পরিবর্তন, মোবাইল নম্বর পোর্টেবিলিটি’র মতো অন্যান্য সেবাও পাওয়া যাবে। ইটিএসএএফ বা ইলেকট্রনিক নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রাহককে চারটি মৌলিক তথ্য: জাতীয় পরিচয়পত্রের নম্বর, পুর্ণ নাম, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ এবং আঙ্গুলের ছাপ প্রদান করতে হবে। ইলেকট্রনিক নিবন্ধন প্রক্রিয়ায় গ্রাহকদের আগের মতো জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি জমা দেয়ার দরকার হবে না। এরফলে গ্রাহকরা আরো স্বাচ্ছন্দ ও নিরাপদে সিম নিবন্ধন করতে পারবেন। পাশাপাশি এ উদ্যোগটি পুরো টেলিযোগাযোগ ইকো-সিস্টেমের কার্যকারিতা আরো বৃদ্ধি করবে। এছাড়া নতুন এই প্রক্রিয়াটি কাগজবিহীন হওয়ায় গাছ কাটা এবং বায়ু ও পানি দূষণের মাত্রা কামিয়ে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রবি

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ