Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অঞ্জু ঘোষ এখন ঢাকায়

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল ছবি বেদের মেয়ে জোসনা খ্যাত নায়িকা অঞ্জু ঘোষ এখন ঢাকায়। গত বুধবার কলকাতা থেকে তিনি ঢাকায় আসেন। জানা গেছে, বেশ কিছু পরিকল্পনা নিয়েই অঞ্জু ঘোষের এবারের এই ঢাকা সফর। চমক হিসেবে নতুন কোনও সিনেমায় অভিনয়ের ঘোষণাও আসতে পারে। পাশাপাশি ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিনেমা প্রযোজনা করবেন বলেও শোনা যাচ্ছে। এছাড়া সফরে অঞ্জু চলচ্চিত্রের তার প্রিয় মানুষদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ ছেড়ে কলকাতায় পাড়ি জমান। তখন থেকেই কলকাতায় বসবাস করছেন। কলকাতায় বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। উল্লেখ্য, ১৯৮২ সালে ফোক-ফ্যান্টাসি চলচ্চিত্র নির্মাতা এফ কবির চৌধুরী চলচ্চিত্রে আনেন তাকে। অঞ্জুকে নিয়ে তৈরি করেন সওদাগর সিনেমাটি। এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর ১৯৮৯ সালে মরহুম পরিচালক তোজাম্মেল হক বকুল পরিচালিত বেদের মেয়ে জোছনা তাকে এনে দেয় রাতারাতি জনপ্রিয়তা। বাংলাদেশে প্রায় ৫০টি সিনেমায় তিনি অভিনয় করেন।



 

Show all comments
  • ইকবাল ৮ সেপ্টেম্বর, ২০১৮, ২:২৩ এএম says : 0
    আশা করি আবার তিনি সিনেমায় সক্রিয় হবেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অঞ্জু ঘোষ

৮ সেপ্টেম্বর, ২০১৮
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ