Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বতীপুরে বিকাশে প্রতারণার শিকার

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম


পার্বতীপুরে পল্লীতে বিকাশের মাধ্যমে টাকা পাঠনো অভিনব কায়দায় বিকাশ একাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেনীর বিকাশ দোকানদার। জানা যায়, মোঃ হাকিমুল ইসলাম, পিতা-কফিলউদ্দীন জাকের গঞ্জ রামপুরা বাজারে গত ২ সেপ্টেম্বর রাত ৭ টা ৪০ মিনিটের সময় মোসলেম উদ্দীন (৩২), মিলন (৩১) জাকের গঞ্জ বাজারস্থ ফ্লেক্সিলোড দোকানে যায়। হাকিমুল ইসলাম দোকানে যেয়ে তার মোবাইল নং০১৭৩৭০৩২১৫৫ থেকে ৫ শ টাকা ছেলের নিকট পাঠায়। টাকা প্রেরন করার সময় হাকিমুল ইসলাম তার বিকাশের একাউন্টের গোপন পিন নম্বরটি দিয়ে দেয়। এ সুযোগেই মিলন ও মোসলেম উদ্দীন তার কিছুক্ষন পরেই মোবাইলের বিকাশ একাউন্ট থেকে ১৩ হাজার ৪ শত টাকা ক্যাশ আউট ও সেন্ট মানি করে নেয়। রাতে ৭ টা ৪১ মিনিটে মোবাইল নং ০১৬৪৫৫৬৭৫৮৭ এ নম্বরটিতে ১০ হাজার টাকা সেন্ট মানি এবং ১ মিনিটের ব্যবধানে ৭ টা ৪২ মিনিটে মোবাইল নং ০১৯৫৯৪০৮৭৬১ এতে ৩ হাজার ৪শত টাকা ক্যাশ আউট করে নেন। হাকিমুল ইসলাম ফ্লেক্সিলোড মালিকের কাছে গেলে তারা বিষয়টি পুরোপুরি অস্বীকার করে। সেখানে উতপ্ত ও মারমুখি ঘটনা ঘটে। বিকাশ কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি দ্রুত ব্যবস্থা নিলে বেরিয়ে পরত মূল হোতাদের নাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিকাশে প্রতারণার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ