রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পার্বতীপুরে পল্লীতে বিকাশের মাধ্যমে টাকা পাঠনো অভিনব কায়দায় বিকাশ একাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেনীর বিকাশ দোকানদার। জানা যায়, মোঃ হাকিমুল ইসলাম, পিতা-কফিলউদ্দীন জাকের গঞ্জ রামপুরা বাজারে গত ২ সেপ্টেম্বর রাত ৭ টা ৪০ মিনিটের সময় মোসলেম উদ্দীন (৩২), মিলন (৩১) জাকের গঞ্জ বাজারস্থ ফ্লেক্সিলোড দোকানে যায়। হাকিমুল ইসলাম দোকানে যেয়ে তার মোবাইল নং০১৭৩৭০৩২১৫৫ থেকে ৫ শ টাকা ছেলের নিকট পাঠায়। টাকা প্রেরন করার সময় হাকিমুল ইসলাম তার বিকাশের একাউন্টের গোপন পিন নম্বরটি দিয়ে দেয়। এ সুযোগেই মিলন ও মোসলেম উদ্দীন তার কিছুক্ষন পরেই মোবাইলের বিকাশ একাউন্ট থেকে ১৩ হাজার ৪ শত টাকা ক্যাশ আউট ও সেন্ট মানি করে নেয়। রাতে ৭ টা ৪১ মিনিটে মোবাইল নং ০১৬৪৫৫৬৭৫৮৭ এ নম্বরটিতে ১০ হাজার টাকা সেন্ট মানি এবং ১ মিনিটের ব্যবধানে ৭ টা ৪২ মিনিটে মোবাইল নং ০১৯৫৯৪০৮৭৬১ এতে ৩ হাজার ৪শত টাকা ক্যাশ আউট করে নেন। হাকিমুল ইসলাম ফ্লেক্সিলোড মালিকের কাছে গেলে তারা বিষয়টি পুরোপুরি অস্বীকার করে। সেখানে উতপ্ত ও মারমুখি ঘটনা ঘটে। বিকাশ কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি দ্রুত ব্যবস্থা নিলে বেরিয়ে পরত মূল হোতাদের নাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।