Inqilab Logo

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পটুয়াখালীতে ট্রলারডুবি, নিখোঁজ ৭

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৮, ৫:২৪ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে এফবি ইলিয়াস নামে মাছ ধরার একটি ট্রলার ডুবে সাত জেলে নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় আরও ছয় জেলেকে উদ্ধার করেছে অন্য ট্রলারের জেলেরা।
গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরের জোবার বয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ জেলেরা হচ্ছেন, নজিবপুর গ্রামের আবদুল কাদের (৩৮), মাহবুব (২৮), সাইফুল ইসলাম (২৫), ইব্রাহিম খান (২৫), চাকামইয়া এলাকার সিদ্দিক হাওলাদার (৩০) ও বরগুনার আল-আমিন (২৬)।
অন্যদিকে এর আগে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের কচিখালী এলাকায় এফবি রিনা মর্জিয়া নামের অপর আরেকটি ট্রলার ১৫ জন জেলেসহ ডুবে যায়। এ ট্রলারের সব জেলেদের উদ্ধার করা হয়েছে।
এফবি ইলিয়াস ট্রলারের মাঝি মনির হোসেন জানান, আকস্মিক ঝড়ের কবরে পড়ে ট্রলারটি ডুবে যায়।
আলীপুর-মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, জেলেদের উদ্ধার করা হলেও ট্রলারটি এখনও নিখোঁজ রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ ৭
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ