বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গণতন্ত্র ও জনগণের উপর শাসকের শ্রদ্ধাবোধ নেই বলেই শাসকগোষ্ঠি গণতন্ত্রের নামে দেশে জুলুমতন্ত্র কায়েম করেছে। ক্ষমতায় থাকার রঙিন খোয়াব পূরণে মরিয়া সরকার এখন জনগণের উপর লাল ঘোড়া দাবড়ানোর চেষ্টা চালাচ্ছে। গতকাল সকালে রাজধানীর আসাদ গেট জিইউপি মিলনায়তনে যুব জাগপা’র দুই যুগপূর্তি উপলক্ষে সকাল ১০টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভায় জাগপা’র কেন্দ্রীয় সহ সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এ কথা বলেন। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন সময় সমাগত। জনগণের দাবি মেনে নিন। নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নতুবা রঙিন স্বপ্ন ছাইয়ে পরিণত হতে পারে। মনে রাখবেন এই দেশ জোয়ার ভাটার দেশ। আপনাদের এখন ভাটির টান লেগেছে।
তাসমিয়া প্রধান বলেন, আফসোস স্বাধীনতার পর সোনালী স্বপ্নের বাংলাদেশের রূপকার ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। আমরা নীরব থাকতে পারি না। বাধার শিকল ভেঙ্গে খালেদা জিয়াকে মুক্ত করতেই হবে। তিনি যুব জাগপাসহ ছাত্র, কৃষক-শ্রমিক ও মজলুম জনগণকে খালেদা জিয়ার মুক্তির আওয়াজ তুলে রাজপথে নেমে আসার আহ্বান জানান।
যুব জাগপা’র দুই যুগপূর্তি উপলক্ষে যুব জাগপা’র প্রধান সমন্বয়ক আল রাশেদ প্রধান যুব সমাজসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, শোষণমুক্ত রাষ্ট্রের ভিত্তি তৈরীতে যুবকরাই হবে উন্নয়নের প্রধান হাতিয়ার।
যুব জাগপার আহ্বায়ক আরিফুল হক তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব রিয়াজ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল, সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাছ, যুব জাগপার প্রধান সমন্বয়ক আল রাশেদ প্রধান, যুব জাগপা নেতা শাহিনুর রহমান শাহিন, নজরুল ইসলাম বাবলু, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, শাহাবুদ্দিন সাবু, আল আমিন টিপু, গাজী ফকির, আক্তার হোসেন, সানাউল্লাহ, আল আমিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।