Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় জাতীয় ট্রায়াথলন প্রতিযোগিতা শুরু কাল

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

আগামীকাল শনিবার যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় জাতীয় ট্রায়াথলন প্রতিযোগিতা। এবারই প্রথম ঢাকার বাইরে আন্তর্জাতিক এই খেলার আসর বসতে যাচ্ছে। বাংলাদেশ ট্রায়াথলন অ্যাসোসিয়েশনের আয়োজনে ও যশোর ট্রায়াথলন অ্যাসাসিয়েশনের ব্যবস্থাপনা এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওয়েস্টার্ণ ইঞ্জিনিয়ারিং পৃষ্ঠপোষকতায় যশোরের উপশহর পার্কের লেকে সাঁতারের মধ্যে দিয়ে এই জাতীয় প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতায় স্বাগতিক যশোরের ৭টিসহ ৩৭টি দলের ১১৭ জন খেলোয়াড় অংশ গ্রহণ করবেন।
এই প্রতিযোগিতা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপশহর কলেজের শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও ট্রায়াথলন অসোসিয়েশনের অতিরিক্ত সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, ট্রায়াথলন একটি আন্তর্জাতিক খেলা। এখানে প্রথমে সাঁতার, পরে সাইক্লিং ও শেষে দৌড়ের মাধ্যমে প্রতিযোগিতা শেষ হয়। তিনটি মিলিয়ে যিনি প্রথমে ফিনিসিং লাইন টাচ করবেন, তিনি প্রথম এরপর দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারিত হবে। দ্বিতীয় জাতীয় পুরুষ ও মহিলা ট্রায়াথলনে প্রথমে ৭৫০ মিটার সাঁতার, ২০ কিলোমিটার সাইক্লিং এবং শেষে ১০ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হবে। জুনিয়র বালক-বালিকা ট্রায়াথলনে প্রথমে ৭৫০ মিটার সাঁতার, ১০ কিলোমিটার সাইক্লিং এবং শেষে ৩ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হবে।
আমিরুল ইসলাম সংবাদ সম্মেলনে আরও জানান, প্রতিযোগিতায় মোট ৮৩ জন পুরুষ ও ৩৪ জন নারী অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রায়াথলন প্রতিযোগিতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ