রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নরসিংদীর মনোহরদী উপজেলার মহাতীর্থ রামপুর কালীবাড়ি শ্মশানঘাটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে মহাতীর্থ রামপুর কালীবাড়ি শ্মশানঘাট পরিচালনা পরিষদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক শ্যামল কুমার চক্রবর্তী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান সমন্বয়কারী শান্ত বণিক। বিশেষ অতিথি ছিলেন খিদিরপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান জামিল, মনোহরদী উপজেলা আ.লীগের সহ-সভাপতি প্রাণবন্ধু বণিক প্রমুখ। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি ডা. তপন কুমার বণিক। অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের কেন্দ্র প্রধান শিক্ষক জয়ন্ত বণিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।