রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভৈরব (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
কিশোরগঞ্জের ভৈরবে এক কিন্ডরগার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ করেছে তারই সৎ বাবা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌর এলাকার চন্ডিবের গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শিশুটির মা সুলতানা বেগম বাদী হয়ে ওই দিন রাত ১২টার দিকে ধর্ষক বাবা লোকমান হোসেনের বিরুদ্ধে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। লোকমান হোসেন চন্ডিবের গ্রামে ভাড়াটিয়া। শিশুর মা সুলতানা জানান, লেকাকমানের আগে তার বিয়ে হয় গোলাপ মিয়া নামে এক ব্যক্তির সাথে। বিয়ের পর ওই শিশুর জন্ম হয়। পরে শিশুটির মা ওই শিশুকে নিয়ে আশুগঞ্জের খড়িয়ালা গ্রামের পরিবহন ব্যবসায়ী লোকমান হোসেনের সাথে দ্বিতীয় বিবাহ হয়। ঘটনার দিন শিশুটির মা শিশুটিকে বাসায় বাড়ির বাহিরে যায়। এ সুযোগে লম্পট নারী পিপাসু লোকমান হোসেন শিশুটিকে ফলের জুস খাইয়ে জোর পূর্বক ধর্ষণ করে বলে জানায় তারা। ধর্ষণের পর শিশুটির রক্ত ক্ষরণ হলে সে শিশুটিকে কৌশলে গোসল করান। শিশুটির মা বাসায় এসে শিশুটিকে মেঝেতে শুয়ে থাকতে দেখে কি হয়েছে জিজ্ঞাসা করলে সে তার মার কাছে বাবার অপর্কমের কথা গুলো বলেন। এ ঘটনার সত্যতা স্বীকার করে ভৈরব থানার ওসি (তদন্ত) আবু তাহের জানান, প্রাথমিক চিকিৎসায় শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুর মা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।