পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চলতি বছরের আগস্ট মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ৮ কোটি ২৬ লাখ টাকা বা ৫৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগস্ট মাসে ডিএসইর মাধ্যমে সরকারের ২২ কোটি ৪৫ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। যার পরিমাণ জুলাই মাসে ছিল ১৪ কোটি ১৯ লাখ টাকা। এ হিসাবে জুলাই মাসের তুলনায় আগস্টে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ৮ কোটি ২৬ লাখ টাকা বা ৫৮ শতাংশ।
ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে লেনদেনের ওপরে আগস্ট মাসে ১৮ কোটি ৬৮ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। একইসঙ্গে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ টাকা।
অপরদিকে সরকার জুলাই মাসে ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে ১১ কোটি ৪৯ লাখ টাকা ও উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ ২ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব আদায় করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।