Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জাল বিস্তার হয়েছে এখন শুধু গুটানো বাকি !

পাবনা থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

পাবনায় বেসরকারী টিভির একমাত্র নারী সাংবাদিক সুবর্না নদী হত্যায়, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান বলেন, পুলিশ জাল বিস্তার করেছে। এখন শুধু গুটানো বাকি।
এদিকে এ ইস্যুতে পুলিশ অনেকটাই মুখে কুলুপ এটেঁ দিয়েছে। দুই একজন কর্মকর্তা মুখ খুলেলেও খুব সংক্ষেপে সাংবাদিকদের উত্তর দিচ্ছেন। নদীর সাবেক স্বামী রাজিবকে এখনও পুলিশ ধরতে পারেনি। তাঁকে ধরতে তার বাড়ি মালঞ্চিতে অভিযান চালিয়েছে। সাংবাদিক সুবর্না নদীর আনন্দ টিভির পাবনা অফিসটি ছিল প্রেসক্লাবের সামনে রানা কমপ্লেক্সের ইভিনিং টাচ হোটেলে। এখানে বেশ কয়েকটি টিভি ও পত্রিকার কার্যালয় রয়েছে। মৃত্যুর আগে রাত ১০টার দিকে তাকে রাধানগর মহল্লার আদর্শ বালিকা স্কুলের বাইলেনের ভাড়া বাসায় এগিয়ে দিয়ে আসত পাতলামত একজন ছেলে। হত্যার দিন ঐ ছেলেটি যে কোন কারণেই হোক তাঁর সাথে ছিলেন না। এদিকে, পুলিশ আবুল হোসনেরে মালিকানধীন মালঞ্চিতে অবস্থিত ইন্ড্রাল ইন্ডাস্ট্রিতে তালা লাগিয়ে দিয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা তালা দেননি। সাংবাদিক নদী হত্যাকান্ডে তৃতীয় কোন বিরুদ্ধ পক্ষ জড়িত কিনা সেটিও অনেকের মনে প্রশ্ন হয়ে হিসেবে দেখা দিয়েছে। সাংবাদিক নদী হত্যার প্রায় ১০দিন অতিবাহিত হল। তদন্তে তেমন কোন অগ্রগতি নেই।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান ইনকিলাবকে আরো বলেন, এখনও দৃশ্যমান কোন অগ্রগতি নেই । তবে পুলিশ থেমে আছে সেটাও ঠিক নয়। সম্ভাব্য জায়গায় আসামীদের ধরার চেষ্টা চালানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাল বিস্তার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ