রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল উপজেলা ১১ ইউনিয়নে আজ ২৩ এপ্রিল শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১১ ইউনিয়নের মধ্যে ক্ষমতাশীল আওয়ামী লীগ একক প্রার্থী দিতে ব্যর্থ হলেও বিএনপির একটি ইউনিয়ন বাদে ১০টিতে রয়েছে একক প্রার্থী। নান্দাইল উপজেলায় ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সীমানা জটিলতার কারনে ১নং বেতাগৈর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এবারের নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ৩৩টি, সাধারন ওয়ার্ড সংখ্যা ৯৯টি, ভোট কেন্দ্রের সংখ্যা ১০৪টি, ভোট কক্ষের সংখ্যা ৫৫২টি, অস্থায়ী কেন্দ্রের সংখ্যা ০১টি, অস্থায়ী কক্ষের সংখ্যা ৩২টি, মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ১৮৩ জন, মোট পুরুষ ভোটার ১ লক্ষ ১৯ হাজার ২৩৬ জন, মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ৯৪৭জন, রিটার্নিং অফিসারের সংখ্যা ০৪ জন। ভোটগ্রহণ কর্মকর্তার সংখ্যা-প্রিজাইডিং অফিসারের সংখ্যা ১০৪ জন, সহ প্রিজাইডিং অফিসারের সংখ্যা ৫৫২ জন, পোলিং অফিসারের সংখ্যা ১১০৪ জন। চেয়ারম্যান পদে প্রতিবন্ধী প্রার্থী ৫১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিবন্ধী প্রার্থী ১২৬ জন, সাধারণ সদস্য পদে প্রতিবন্ধী প্রার্থী ৪০১ জন, অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সংখ্যা ২৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৬৮টি ও সাধারণ ঝুঁকি পূর্ণ কেন্দ্রের সংখ্যা ০৮টি বলে নির্বাচন অফিসারের কার্যালয় থেকে জানা গেছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানূর আলম ও নান্দাইল মডেল থানার অফিসার মোঃ আতাউর রহমান জানান, আইন শৃঙ্খলা উন্নয়নে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।