রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লা উত্তর সংবাদদাতা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কুমিল্লা-২ আসনের তিতাস উপজেলা ও কুমিল্লা-১ আসনের মেঘনা উপজেলার চেয়ারম্যান পদের জন্য বিএনপি দলীয় মনোনীত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে দলের একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে। গত এক মাস ধরে দফায় দফায় ঘরোয়া সভার মাধ্যমে বহু যাচাই-বাছাইয়ের পর এ তালিকা চূড়ান্ত করা হয়েছে। স্থানীয় বিএনপি দলীয় ওই সূত্রটি ইনকিলাবকে জানান, চেয়ারম্যান পদের জন্য প্রার্থী বাছাইয়ে বহু সময় ধরে আমরা যাচাই-বাছাই করেছি। কারণ এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে দলীয় প্রতীকে। ফলে মাঠে খেলা হবে সমানে সমান।স্থানীয় বিএনপি’র সূত্র বলছে, এখানে বিএনপি থেকে যোগ্য ও ত্যাগী নেতাদের চেয়ারম্যান পদের জন্য প্রার্থী করা হয়েছে। তিতাস উপজেলার ৯টি ইউনিয়নে যাদের প্রার্থী করা হয়েছে তারা হলো- উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়নে আলী হোসেন মোল্লা, মজিদপুর ইউনিয়নের মো. আকতার হোসেন বেপারী, জিয়ারকান্দি ইউনিয়নে মো. এমদাদ হোসেন আখন্দ, ভিটিকান্দি ইউনিয়নে বিল্লাল হোসেন, কলাকান্দি ইউনিয়নে নুরু মেম্বার, জগতপুর ইউনিয়নে মো. মানিক, সাতানী ইউনিয়নে করিম সওদাগর, নারান্দিয়া ইউনিয়নে মো. রমজান, বলরামপুর ইউনিয়নে মো. তপন, মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নে কামরুল হোসেন, বড়কান্দা ইউনিয়নে মিজানুর রহমান, চালিভাঙ্গা ইউনিয়নে এড. কামরুজ্জামান, চন্দনপুর ইউনিয়নে মো. সেলিম সরকার, গোবিন্দপুর ইউনিয়নে সেলিম রেজা, লুটের চর ইউনিয়নে আব্দুল ওয়াদুদ মুন্সি, মানিকারচর ইউনিয়নে আতাউর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।