Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোয়ালন্দের ২ ইউনিয়ন ১৯ কেন্দ্রের ১৪টি অধিক ঝুঁকিপূর্ণ

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা

গোয়ান্দের দু’টি ইউনিয়নে আজ ২৩ এপ্রিল তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রচার-প্রচারণা হলেও নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত কি হয় তা নিয়ে শঙ্কার শেষ নেই প্রার্থী ও ভোটারদের মধ্যে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও ১৯টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হলো- উজানচর ইউনিয়নের হারেজ মিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসা, দক্ষিণ উজানচর মঙ্গলপুর শামছুল উলুম হাফেজিয়া ইবতেদায়ী মাদ্রাসা, দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামতলা হাইস্কুল, সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউট, চর কর্ণেশন দাখিল মাদ্রাসা এবং ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয, ছোটভাকলা ইউনিয়ন পরিষদ, ছোটভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাউলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরূপারচক এবতেদায় মাদ্রাসা, ভাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জানা যায়, আজ শনিবার অনুষ্ঠিত উপজেলার ছোটভাকলা ও উজানচর ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন ও সাধারণ সদস্য পদে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছোটভাকলা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৮৮০ ও উজানচর ইউনিয়নে ১৯ হাজার ৮৯৫জন। প্রচারণা চলাকালীন সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি বিভিন্ন অভিযোগ করলেও বড় ধরনের কোন নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেনি। তবে নির্বাচনকে নিয়ে এখনও শঙ্কিত রয়েছেন অনেক ভোটার। উজানচর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন ফকির জানান, সরকারি দলের প্রার্থী বিভিন্নভাবে আচরণবিধি ভঙ্গ করলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারপরও উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা চলেছে। তবে ভোট গ্রহণের সময় ভোট কেন্দ্র দখলসহ নানা আতঙ্কে ভুগছে সাধারণ ভোটাররা। এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এসএম শাহ্জালাল জানান, সকল কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজর থাকবে। এছাড়া ভোট গ্রহণের দিন এলাকায় র‌্যাব ও পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোয়ালন্দের ২ ইউনিয়ন ১৯ কেন্দ্রের ১৪টি অধিক ঝুঁকিপূর্ণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ