পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে বলেও জানান তিনি।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা জানান। অর্থমন্ত্রী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। আর আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে গঠন করা হবে নির্বাচনকালীন সরকার।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সরকারের আকার হবে ছোট। এতে বিএনপির অংশগ্রহণ থাকবে না। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিএনপিসহ বিরোধী দলগুলোর নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবির মধ্যেই সরকারের এ অবস্থানের কথা জানালেন মুহিত।
প্রসঙ্গত, আইন অনুযায়ী ২০১৯ সালের জানুয়ারি মাসের ২৮ তারিখের মধ্যে একাদশ জাতীয় নির্বাচন করার সংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।