বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে অবৈধ রিক্সার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে¡ গতকাল (মঙ্গলবার) নগরীর বহদ্দার হাট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিন প্লেইট/টোকেনবিহীন এবং হাল সনের নবায়ন না করায় ৪৪টি অবৈধ রিক্সা জব্দ করা হয়। অবৈধ রিক্সার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। উল্লেখ্য, নগরীতে বৈধ রিক্সার সংখ্যা প্রায় ৭০ হাজার হলেও দুই লাখের মতো রিক্সা চলছে। বিভিন্ন সমিতি ও সংগঠনের নাম লাগিয়ে সিটি কর্পোরেশনের টোকেন ছাড়াই এসব রিক্সা চলাচল করছে বছরের পর বছর। নগরীতে যানজটের অন্যতম কারণ হলো অবৈধ রিক্সার জোয়ার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।