নগরীর পতেঙ্গা এলাকার বে ফিশিং করপোরেশন নামের একটি ভোজ্যতেল পরিশোধনাগারকে নদী দূষণের দায়ে তিন লাখ ৬৪ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্ত বলেন, অধিদপ্তরের মহানগর কার্যালয়ের কর্মকর্তারা সোমবার বে ফিশিংয়ের ওই শোধনাগারে অভিযান চালান। অভিযানে পরিশোধনাগার থেকে অপরিশোধিত তরল বর্জ্য কর্ণফুলী নদীতে ফেলে নদী দূষণের প্রমাণ পাওয়ায় সে বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক ওই জরিমানা ধার্য করেন বলে জানান সংযুক্তা দাশগুপ্ত। আগামীতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে কারখানাটি বন্ধ করে দেওয়া হবে বলে শুনানিতে হুঁশিয়ার করা হয়েছে।