প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তৃতীয়বারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনীত চলচ্চিত্র অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতাবানু’ চলচ্চিত্রটি। এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসব ‘পিয়ং ইয়ং ফিল্ম ফ্যাস্টিভ্যাল’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ থেকে ২৭ সেপ্টেম্বর। এই চলচ্চিত্র উৎসবেই আগামী ২৩ সেপ্টেম্বর প্রদর্শিত হবে অরুণ চৌধুরী পরিচালিত মম অভিনীত ‘আলতাবানু’ চলচ্চিত্রটি। অরুণ চৌধুরী বলেন, ‘এর আগে আলতাবানু দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এই নিয়ে তৃতীয়বারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে। বিষয়টি আমার জন্য সত্যিই অনেক আনন্দের, গর্বের। কারণ এটি আমার নির্মিত প্রথম চলচ্চিত্র। আশা করছি, পিয়ং ইয়ং ফিল্ম ফ্যাস্টিভ্যালেও আমার চলচ্চিত্রটি প্রশংসিত হবে।’ জাকিয়া বারী মম বলেন, ‘আলতাবানু মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবার মতো গল্পের একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্র মুক্তির পর দেশ-বিদেশ থেকে আমি অনেক দর্শকের সাড়া পেয়েছি। চলচ্চিত্রটি পিয়ং ইয়ং ফিল্ম ফ্যাস্টিভ্যালে প্রদর্শিত হতে যাচ্ছে জেনে আমার ভীষণ ভালোলাগছে। আমি সত্যিই গর্বিত।’ উল্লেখ্য, এর আগে ‘আলতাবানু’ প্রথম ‘টরেন্টো ফিল্ম ফ্যাস্টিভ্যাল’ এবং দ্বিতীয়বার কলকাতার নন্দনে ‘বাংলাদেশ ফিল্ম ফ্যাস্টিভ্যাল’ এ প্রদর্শিত হয়েছে। চলতি বছরের ২০ এপ্রিল ‘আলতাবানু’ মুক্তি পায়। ১৮ মে ‘আলতাবানু’ ইউটিউবে আপলোড হবার পর এখন পর্যন্ত প্রায় চার লক্ষ দর্শক সিনেমাটি উপভোগ করেছেন। এদিকে অরুণ চৌধুরী তার দ্বিতীয় সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন শিগগিরই। এরইমধ্যে নাম ঠিক না হওয়া দ্বিতীয় সিনেমায় গান গেয়েছেন ঐশী ও অনন্যা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।