Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমরান খান পারলে বাংলাদেশের প্রধানমন্ত্রী পারবেন না কেন? -জমিয়তে উলামায়ে ইসলাম মহানগর

প্রত্যেক ক্লাসে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে

স্টাফ রিপোর্টার: | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ইমরান খানের মত একজন ক্রিকেট তারকা পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে প্রত্যেক ক্লাসে কোরআন শরীফ শিক্ষা বাধ্যতামূলক করেছেন। তাঁর এই সিদ্ধান্ত দূরদর্শিতা ও বিচক্ষণতাও বটে। আর যাই হোক ইসলামের প্রতি অগাধ ভালবাসাা থেকে তিনি এমন পদক্ষেপ নিলে নিশ্চয়ই তা অভিনন্দন পাওয়ার মত। এখন প্রশ্ন হল ক্রিকেট তারকা ইমরান খান পারলে বাংলাদেশের প্রধানমন্ত্রী পারবেন না কেন? গতকাল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতী বশীরুল হাসান খাদিমানী গতকাল এক বিবৃতিতে এসব কথা বলেন।
তারা আরো বলেন বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের প্রেসিডেন্ট হয়ে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা ও বিশ^ এজতেমার জন্য বিশাল জায়গা বরাদ্দ দানসহ ইসলামের জন্য অনেক ভূমিকা রেখে গেছেন। তাঁরই তনয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রধান হয়ে শিক্ষা সিলেবাস থেকে নাস্তিক্যবাদ নিমূল করবেন, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন হবে না মর্মে ওয়াদা করবেন এবং ইমরান খানের ন্যায় সকল শ্রেণীতে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করবেন এটাই ধর্মপ্রাণ মুসলমানদের দাবী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ