Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি এখন ‘যেমনি নাচাও তেমনি নাচি’ হয়ে গেছি -আসিফ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রায় প্রতিদিনই চলছে তার গানের কাজ। এর মধ্যে গত ঈদে একাধিক চমক নিয়ে হাজির হয়েছেন তিনি। অডিওর পাশাপাশি ভিডিওর চমকও ছিলো। আসিফ আকবর বলেন, খুব ভালো সময় কাটছে। কাজের মধ্যে দিয়েই পার করছি সময়। ঈদের আগ পর্যন্ত একটানা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। প্রতিদিনই রেকর্ডিং ও শূটিংয়ে সময় পার করেছি। ঈদের পর পর আবার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। নতুন অনেক গানের কাজ চলছে। আসিফ বলেন, ঈদে যে গানগুলো করেছি তার সাড়া অনেক ভালো মিলেছে। আমি শ্রোতা-দর্শকদের শিল্পী। তাদের জন্যই গান করি। তাই তাদের ভালো লাগাটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবারও তাই হয়েছে। প্রত্যাশার চাইতে বেশি পেয়েছি। এখন প্রায় প্রতিদিনই কাজ নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান গান চাইছে একের পর এক। তাছাড়া আমি নিজেও নিজের প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে নিয়মিত গান প্রকাশ করছি। আমি সব সময় কাজে বিশ্বাসী। কাজ করতে হবে। আর এখন বিশ্ব এগিয়ে যাচ্ছে। যারা কাজ করবে তারাই এগিয়ে যাবে। কাজের কোন বিকল্প নেই। এখন গানের অবস্থা ভালো। কোম্পানিগুলোও অনেক কাজ করছে। আমার মনে হয়  কোম্পানির কাজ করার পাশাপাশি কিছু কাজ নিজেদের জন্য করতে হবে। এগুলোর স্বত্ব নিজের কাছে রাখতে হবে। এগুলো কিন্তু সম্পদ। প্রতিটি গানের ভিডিওতে আপনাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাচ্ছে, যা দর্শক বেশ পছন্দ করেছেন। আসিফ বলেন, আমি এখন হয়ে গেছি  ‘যেমনি নাচাও তেমনি নাচি’। ভিডিও নির্মাতারা আমাকে দিয়ে যেভাবে খুশি কাজ করিয়ে নিচ্ছে। আর শ্রোতা-দর্শকও ভালোভাবেই নিচ্ছেন। সামনেও এই ধারাবাহিকতা অব্যহত থাকবে। এদিকে আসিফ বড় পর্দায় অবিনয করতে যাচ্ছেন। সিনেমার নাম ভিআইপি। সিনেমায় তার বিপরীতে থাকছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আসিফ বলেন সিনেমার জন্য প্রস্তুতি ভালো হচ্ছে। সামনের মাস থেকেই জিম শুরু করবো। যেহেতু এই চলচ্চিত্রের কাহিনী দারুণ অ্যাকশনধর্মী, সেহেতু নিজেকে পুরোপুরি ফিট করে তুলতে চাই শূটিং শুরুর আগে। এছাড়া একটা পুরো চলচ্চিত্রে অভিনয় করার অভিজ্ঞতাতো আমার নেই। কাজেই সেটার জন্য মানসিক প্রস্তুতিও নিচ্ছি। বাকীটা শূটিং শুরু হলে দেখা যাবে। এখানে আমাকে সিআইডি-এর একজন গুরুত্বপূর্ণ অফিসারের চরিত্রে দেখা যাবে। আর চলচ্চিত্রটির গল্প গড়ে ওঠেছে মাফিয়া ডনদের উপর গোপন অভিযান নিয়ে।



 

Show all comments
  • gibklcsdfb ২৭ জুলাই, ২০২০, ১১:৩৪ পিএম says : 0
    Muchas gracias. ?Como puedo iniciar sesion?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসিফ আকবর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ