Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪ কেজি স্বর্ণসহ ৬ চোরাকারবারী আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৪২ এএম
ঢাকা-সিলেট রুটে চলাচলকারী গ্রিনলাইন পরিবহনের একটি বাস থেকে ৬ কোটি টাকা মূল্যের ১৪ কেজি স্বর্ণসহ ৬ চোরাকারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) একটি দল। গতকাল রোববার দিবাগত রাতে সিলেট থেকে ঢাকাগামী একটি বাস নরসিংদীর পাঁচদোনা থামিয়ে তল্লাশি চালিয়ে এ পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়। 
 
র‌্যাব-৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট থেকে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের যাত্রীবাহী সোনা চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হত। এসময় ১৪ কেজি ওজনের ১২০টি বারসহ ৬ জন চালানকারীকে আটক করা হয়। ১৪ কেজি স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬ কোটি টাকা। আজ সোমবার সাড়ে ১১টার দিকে কারওয়ানবাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে আরো তথ্য জানানো হবে। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণসহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ