Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে ৯ কেজি স্বর্ণসহ বেবিচক কর্মী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি স্বর্ণের বারসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শনিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এসব বার জব্দ করেন। উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ৯ কেজি ২০০ গ্রাম। বাজারমূল্য আনুমানিক ৫ কোটি টাকা।
গ্রেফতার বেবিচকের কর্মচারী মো. বেলাল উদ্দিন (৪০) সংস্থাটির এএসজি পদে কর্মরত। শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম সুলতান মাহমুদ বলেন, বিমানবন্দরের টয়লেট থেকে সে বারগুলো সংগ্রহ করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তার কাছে স্বর্ণের বারগুলো প্যাকেটে মোড়ানো অবস্থায় ছিল। কীভাবে বারগুলো এসেছে, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণসহ বেবিচক কর্মী গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ