Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে পারফর্ম করেছে ব্যান্ড দল কুঁড়েঘর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ব্যান্ড দল কুঁড়েঘর এবার ভারত গিয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রায় ৫০টির অধিক লাইভ পারফরমেন্স যুক্ত করে এবং ২য় বছরে পা দিয়েই ভারতের আগরতলায় গান গাইতে যাচ্ছে। মিউজিক লাভার্স গ্রুপের ২য় এনিভার্সেরি উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গতকাল পারফর্ম করে কুঁড়েঘর। দলটির লাইন আপে রয়েছে, ভোকালঃ তাসরিফ খান, লিড গীটারঃ সালেহ আহমেদ সামি, ড্রামসঃ প্রিয়ম মজুমদার, বাশিঃ ইয়ামিন প্রান্ত, বেইজ গীটারঃ স্মরণ মৃদুল, পারকেশনঃ শ্রাবন সাব্বির, গীটারঃ তানজীব খান। গত বছরের ৫ জানুয়ারিতে যাত্রা শুরু করা এই গানের দলটি কখোনো বাসার ছাদে কিংবা কখনো কলেজ ক্যাম্পাসে হাসি খুশি আর আড্ডার ছলে গান করে মাত্র এক বছরের মাঝেই জয় করে নিয়েছে এপার ওপার বাংলায় গানপ্রেমীর মন। শুরুটা কাভার সং দিয়ে হলেও পরবর্তিতে নিজেদের লেখা শুরু করা এবং ক¤পসিসানে এক এর পর এক প্রায় ৩০ টির মত মৌলিক গান নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করে। এরই মধ্যে দেশের প্রথম শ্রেনীর ব্যান্ড চিরকুট, এশ্যাজ, আভাসসহ আরও বিভিন্ন ব্যান্ডের সাথে একই স্টেইজে পারফর্ম করে ব্যান্ড কুঁড়েঘর এবং সেই সাথে বেশ কিছু টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনে পর্যায়ক্রমে পারফর্ম করে এই গানের দলটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুঁড়েঘর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ