প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পিটার বার্গ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘মাইল টোয়েন্টিটু’। ‘প্যাট্রিয়টস ডে’ (২০১৬), ডিপওয়াটার হরাইজন’ (২০১৬), ‘লোন সারভাইভার’ (২০১৩), ‘হ্যানকক’ (২০০৮), ‘দ্য কিংডম’ (২০০৭), ‘ফ্রাইডে নাইট লাইটস’ (২০০৪), ‘রানডাউন’ (২০০৩) এবং ‘ভেরি ব্যাড থিংস’ (১৯৯৮) বার্গ পরিচালিত চলচ্চিত্র। জেমস সিলভা (মার্ক ওয়ালবার্গ) একজন মার্কিন ইন্টেলিজেন্স কর্মকর্তা; ওভারওয়াচ নামে এক গুপ্ত সংস্থার অধীনে সে কাজ করে। বিপজ্জনক মিশনে তার দলটি কাজ করে। লি নুর (ইকো উয়াইস) নামে তাদের এক ইনফরম্যান্ট জানায় ইন্দোনেশীয় সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালাবার পরিকল্পনা করছে।সিলভাকে দায়িত্ব দেয়া হয় ২২ মাইল দূরে এক বিমানে করে নুরকে সরিয়ে নিয়ে যেতে হবে। ইনফরম্যান্ট আর তার দেয়া তথ্য পৌঁছে দিতে হবে সিলভার দলকে, কিন্তু পথে তাদের মোকাবেলা করতে হবে দুর্নীতিপরায়ণ পুলিশ, শক্তিশালী অপরাধ চক্র আর সশস্ত্র স্থানীয় কয়েকটি গোত্রকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।